সংসারের ঘানি
-মহাদেব দাশ
শিশুবেলা খেলার ছলে, ছেলেমেয়ে
করতো খুনসুটি
মাঝে মধ্যে একে অন্যের সাথে
করতো ঝগড়াঝাটি।
কখনো কখনো ভাইবোন হয়ে
ধরতো কত বায়না
বকুনি খেয়ে কেঁদে কেঁদে বলে
আমার কিছু চায় না।
যৌবনকালে চোখে রং লাগিয়ে
পরে রঙিন চশমা
প্রেমের ফাঁদে ডুব দিয়ে, হিসেবের
খাতায় শুন্য জমা।
স্বামীস্ত্রী হয়ে আপন ভেবে ভালবেসে
ভুিলতে পারি না
সংসারি হয়ে, হন্যে হয়ে দায়িত্বটা
ছেড়ে দিতে পারি না।
সংসারের ঘানি টানতে টানতে
বেলা গেল চলে
ছেলেমেয়ে বাপ-মায়ের কথা ভাবছি
নিজের কথা ভুলে।
বৃদ্ধকালে আবারো বুড়ো-বুড়ি
হলাম একতালে
জীবন সাহাহ্নে পরপারের কথা
ভাবছি সমানতালে।
২৮/০১/২০২৪ ইং