সংকট আর সংকট
-মহাদেব দাশ
দেশে রাজনৈতিক সংকট, অর্থ সংকট
সংকট আর কাটে না।
সংসারে অর্থ সংকট. সম্পর্কের সংকট
সংকট আর যায় না।
প্রেমের রাজ্যে ছলচাতুরি, বিশ্বাসের সংকট
সম্পর্ক স্থাপন হয় না।
স্বর্গরাজ্যে ভালোর অভাব, সত্যবাদীর সংকট
মিথ্যেবাদীদের হায়না।
আলোর রাজ্যে লুকোচুরি, বিদ্যূতের সংকট
লোডশেডিং এর বায়না।
নেতাদের মিথ্যে ভাষন, স্বচ্ছতার সংকট
জনগন শুনতে চায় না।
ভোটের রাজ্যে মারামারি, ক্ষমতার সংকট
আর চলতে দেয়া যায় না।
ধর্মের রাজ্যে ফতোয়াদারি, জ্ঞানের সংকট
শেষ আর হয় না।
নারী ও শিশু ধর্ষনকারী, সামাজিক সংকট
ফাঁসি কেন হয় না।
চাঁদাবাজি ঘুষ কেলেঙ্কারী, বিবেকের সংকট
বন্ধ কেন হয় না।
২২.০৩.২০২৫ ইং