।। সোনার সংসার।।
--মহাদেব দাশ
তোমার ভালবাসার গুণে পিছনে নাহি টানে
ঘুচে গেছে সব অন্ধকার।
ইতিহাস ভুলে গিয়ে তোমাকে সামনে নিয়ে
খুজছি নতুন করে অজানার।।
সাম্যের গান গাহি মোরা অতীতকে ভুলিয়ে ত্বরা
দু’জনে হয়েছি আগুয়ান।
দুঃখে যাদের জীবন ভরা কিসের ব্যধি কিসের জ¦রা
চলেছি মোরা নওজোয়ান।।
অর্থ কড়ি নাহি থাকুক ভালোবাসা আছে অটুট
এই আমাদের বন্ধন।
কুঁড়েঘরে করি বাস এটাই মোদের স্বর্গবাস
কভু করি নাকো ক্রন্দন।।
কত না কষ্ট করে তোমায় আপন করে
বেধেছিনু এই ঘর।
অনেক যতন করিয়া সুখের ও লাগিয়া
গড়েছি সোনার সংসার।।
০৩/০৫/২১ ইং