সোনার দেশ সোনার বাংলা
      -মহাদেব দাশ

আয় ছেলেরা আয় মেয়েরা
চলো স্কুলেতে যাই
স্কুলেতে গেলে  মোরা
বইখাতা ফ্রি পাই।
মোদের স্বপ্ন মোদের আশা
বাংলা মায়ের ভাষা
সোনার বাংলা গড়ব মোরা
এটাই জাতির ভরসা।
লেখাপড়া শিখে আমরা
একদিন বড় হবো
ডাক্তার ইজ্ঞিনিয়ার হয়ে মোরা
মা বাবার দুঃখ ঘোচাবো।
আমার দেশের সবুজ বাংলা
ফুলে ফলে ভরা
মাঠে মাঠে ধানের ক্ষেত
নদী নালায় ভরা।