সময় থাকতে হও সাবধান
--মহাদেব দাশ

স্বপ্নের পৃথিবীতে আমরা সকলে অসহায়
অভিযোগ কে শুনবে, জানাবো কোথায়।
সৃষ্টির সেরা জীব মানুষ, সব লোকে বলে
স্রষ্টাকে ডাকি মোরা কোন বিপদে পড়লে।
বিপদটা  কেটে গেলে ভুলে যায় আমরা
স্রষ্টার উপরে কেউ নাই, শুনে যাও তোমরা।
নানা জনের নানা মত, এ পৃথিবীতে আছে
সৃষ্টিকর্তাকে ডেকে যাও সকাল সন্ধ্যা সাজে।
আজ কাল করতে করতে দিন হলো পার
দিন ফুরায়ে সন্ধ্যা হলে, সময় পাবে না আর।
সংসারের মায়ায় পড়ে রঙিন নেশায় মত্ত হলে
সব কিছুই শেষ হবে,জীবন যাবে রসাতলে।
সময় এখনো যায়নি ফুরিয়ে, হও সাবধান
একমন দিয়ে ডাকলে পরে, পাবে সমাধান

০৪/০৬/২০২০