শক্তিশালী করোনা
-মহাদেব দাশ
বিশ্ব এখন করোনার মুঠোয়, ভেবে দেখ ভাই
করোনা থেকে বাঁচতে অন্য কোন উপায় নাই।
নিজ গৃহে বন্দী মোরা, নেই কোন দারোয়ান
তবুও কেন পারছি না বের হতে, জানে ভগবান।
লক ডাউন হোম কোয়ারেন্টাইন আইসোলেশান
শত চেষ্টা করেও বাঁচাতে পারছি নাতো জান।
ওঝা বৈদ্য ডাক্তার কবিরাজ টিকছে নাতো কেও
রোগীর কাছে গেলে পরে আক্রান্ত হচ্ছে সেও।
সবচেয়ে শক্তিশালী মনে হচ্ছে তো করোনা
সৃষ্টিকর্তা সহায় হলে তাহার কাছে কিছুই না।
স্বাধীন দেশে বাস করে আজ, মোরা কেন পরাধীন
বিশ্বকে আজ গ্রাস করেছে, তবুও কেন ক্ষুধাহীন।
লাশের পর লাশ আজ, তবুও কি স্বাদ মেটে নাই
করোনা কত লাশ চাই, সৃষ্টিকর্তার দেখা চাই।