সকালের বৃষ্টিতে
--মহাদেব দাশ
আজ সকালের বৃষ্টিতে-
ভিজতে ভিজতে হলাম আনমনা
বিন্দু বিন্দু বৃষ্টির ফোটা- জলকনা।
হাল্কা ঠান্ডা বাতাস, কাপুনি দেয়
শিহরন লাগে, ভালোবাসার জন্ম দেয়।
আজ সকালের বৃষ্টিতে-
সাহস হয় না আমার, অতৃপ্ত বাসনা
বৃষ্টিতে ভেজা এলোমেলো সেই চুল গুলো
আবৃত মুখখানি, বৃথা চেষ্টা আমার
জানে কতই না ছলনা।
সকালের বৃষ্টিতে-
মায়াবি নয়ণ, সুশোভিত চরন যুগল
আলতো পায়ে নুপুরের ধ্বনি
শুধুই স্মৃতি, মনে পড়ে। শান্তনার বাণী
কে শুনাবে ? মোর পোড়া কপাল।
আজ সকালের বৃষ্টিতে-
তোয়ালে খানা এগিয়ে এনে
হাতে ধরিয়ে দিতে। শিহরন জাগে
আজ সকালে বৃষ্টিতে ভিজে, পারলাম না
গা মুছতে। পড়ে রবো কোন একখানে।
০১/০৮/২০২১ ইং