স্মৃতির অন্তরালে
--মহাদেব দাশ
যদি হয় দেখা, এ জীবনে সখা
মিলিত হবো দুজনে
তুমি দিয়েছিলে কথা, দেবে নাকো ব্যথা
মোদের এ জীবনে।
ছোট্ট বেলার স্মৃতি, চিরদিন থাকে স্থিতি
হৃদয়ের গভীরে
তোমার আমার সনে, মনে পড়ে ক্ষণে
স্মৃতিটুকু অন্তরে।
তুমি আর আমি মিলে, বাধা বিপত্তি সব ভুলে
গড়বো সোনার পৃথিবী
ভয় হয় পরানে, পাবো কিনা এ জীবনে
নাকি, তুমি কেবলই ছবি।
যদি দেখা নাহি পায়, হবো একবারে অসহায়
ছায়া হয়ে থেক মোর পাশে
এ জীবন চলে গেলে, দেখা হবে পরপারে
স্মৃতিটুকু থাকবে অবশেষে।