শ্রাবণের জলে
- মহাদেব দাশ

মেঘের পরে মেঘ জমেছে
এখন শ্রাবণ মাস
এই দেশেতে বাপ দাদা আমার
চৌদ্দ পুরুষের বাস।
অঝোর ধারায় বৃষ্টি পড়ে
এখন বর্ষাকাল
শিউলি আর জবা ফুলের
নেইতো অকাল।
ছাতিন আর কদম ফুলের
বাড়ছে সমারোহ
সরল মনে হাত বাড়াও
থাকবে না বিরহ।
শ্রাবণের এই বৃষ্টির জলে
পাপি যাবে রসাতলে
সত্যি মিথ্যার বিচার হবে
এই ভূমন্ডলে।