শরতের জোছনা
--মহাদেব দাশ

বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতুই হচ্ছে শরৎ
আশ্বিন ও কার্তিক এই দু’মাস মিলেই শরৎ
শরতকে ইংরেজিতে ’অটাম’ বলা হয়
উঃ আমেরিকাতে ’ফল’ হিসাবে ডাকা হয়।
শুভ্র শরতে সাদা মেঘের ভেলা গুলো ছুটে চলে যায়
কাঁশফুলের সাদা পালক গুলো আলতোভাবে দোলায়।
সাদা ও লাল শাপলা গুলো প্রস্ফুটিত হয় আপন মনে
চারিদিকে বিলের জলে নক্ষত্রের মত ফোটে জনে জনে।
চারিদিকে সবুজ ধানের ক্ষেতে ঢেউ খেলে যায়
আনচান করে মন, মাতাল করে-উদাসী হাওয়ায়।
শরতের জোছনা রাতে হাসনাহেনার সুগন্ধেতে
ভোরের শিউলি ফুলে মুখরিত মন-আনন্দেতে।
হালকা কুয়াশা আর বিন্দু বিন্দু শিশিরের ছোঁয়ায়
নদীতীরে কাশবনে শিহরিত মন হরষিতে দোল খায়।
জোছনা পুলকিত রাত্রির মোহিনী রুপে দুরের নীলিমায়
অফুরান সৌন্দয্যের জোয়ারে মনটা ভেসে যেতে চায়
দুরের কোন এক অজানায়।
শুভ্র শরতের চেতনায়।।
২৭/০৯/২০২১ ইং