স্বপ্ন
--মহাদেব দাশ
ঘুমের ঘোরে দর্শিত চিন্তা ভাবনার নাম স্বপ্ন
মানুষের কাঙ্খিত ভবিষ্যতই হচ্ছে স্বপ্ন।
আরবি ভাষায় বলে রুইয়া, আর ফারসীতে বলে খাব
আমরা চিরকালই স্বপ্ন দেখেই যাব।
মানুষ দেখে স্বপ্ন-
কিছু ভালো আর কিছু খারাপ স্বপ্ন ,
আধুনিক মনোবিজ্ঞানেরও একটি বিষয় হচ্ছে স্বপ্ন।
আবার অনেকে স্বপ্ন না দেখেও বলে- এটা আমার স্বপ্ন ছিল
স্বপ্ন মানে- মনের আশা, জাগায় পরিকল্পনা
স্বপ্ন অলৌলিক কিছু নয়-
অবচেতন মনের ভাবনা থেকে চলে আসে
স্বপ্ন মানে-
ধারনা ও চিন্তা প্রসুত ফল।
বিদগ্ধ আলেমরা বলেন-
অনেক স্বপ্নই অর্থবোধক, সব স্বপ্নই ধারনা প্রসুত নয়।
তবে স্বপ্ন কাউকে বলা উচিত নয়।
১০/০৬/২০২০ ইং