|| ষোল আনাই ফারাক ||
-মহাদেব দাশ
গোপাল দাদুর মাথায় টাক
কথা ও কাজে শুধুই ফারাক।
মুখে যাহা বলেন তিনি
অন্য কিছু করেন আপনি।
গোপাল দাদু মস্ত বড় চালাক
কথা কাজে ষোল আনাই ফারাক।
বাহিরের খাবার খান না তিনি
গ্যাসের ব্যারাম আছে জানি।
পরের টাকায় খেলে পরে
গ্যাস হয়না কখনও তারে।
দাদু আমার বেজায় চালাক
কথা কাজে অনেক ফারাক।
নিজের বেলায় ষোলআনা
পরের বেলায় মিছে আনা।
দাদু জল খায় দাদু চিবিয়ে
টাকা গুনে থুথু লাগিয়ে।
পাকা চুলে কলপ দিয়ে
দাদু থাকে মুখ লুকিয়ে।
সে ভাবে-এখনও আমি জোয়ান
ইচ্ছে করে, খুজে বেড়ায় বেয়ান।
০২/০৭/২০২২ ইং