শীতের সকাল
-মহাদেব দাশ
চারদিকে কুয়াশার চাদরে ঢাকা ভোরের শিশির বিন্দু
গাছের পাতা থেকে ঝরে পড়া শিশিরের টুপটাপ শব্দ
পাখিদের কলরবে আন্দোলিত এই শীত।
লেপের নিচে আটকে থাকা আলস্য ছন্নছাড়া জীবন
কুয়াশার ধু¤্রজাল ভেদ করে পূর্ব আকাশে সূর্য্যদেবতা
নিজেকে জানান দেয়ার কাজে সদা ব্যস্ত।
আলতোভাবে উঁকি দেয়া সূর্য্যরশ্মিতে ঘাসের ডগায়
জমে থাকা শিশির বিন্দু গুলো মুক্তোদানার মত ঝলমল করে
এটাই আমার গ্রামবাংলার স্নিগ্ধময় শীতের সকাল।
পূর্ব গগণে উদিত সূর্য্যরে জানালা ভেদ করে আসা আলো
জ্বালানো খেজুর রসের মৌ মৌ গন্ধে আলস্যতাকে হার মানিয়ে
উঠে পড়ার নামই শীতের সকাল ।
চারদিকে সরষে ফুলের হলুদময় শোভায় আলোকিত মাঠঘাট
মাঠে মাঠে বিছানো হলুদের গালিচার অপরূপ শোভায় বিকশিত মন
আলো আলো করে তুলেছে প্রকৃতিময়।
মৌমাছিরা সদা ব্যস্ত মধু আহরনে, দল বেঁধে ছুটে চলে অবিরাম
মৌ মৌ গুঞ্জনে মুখরিত ভুবন, জাগরিত হৃদয়ে জাগ্রত নব সঞ্জীবন
নবান্ন উৎসবে মাতোয়ারা বাঙ্গালী সৃজন।
শীতে পিঠা পুলি আর পায়েস, সাথে থাকলে নলেন গুড়ের সন্দেশ
স্বাদ আর লোভে অমৃত সমান, বাংলাতে আছে তারই প্রমান
আবাল বৃদ্ধ বনিতা সকলেই বলে তাই।
২৭/১১/২০২৩ ইং