স্বাধীনতা
মহাদেব দাশ

স্বাধীনতা  তুমি আমার
জীবনের অহংকার
স্বাধীনতা তুমি ছুঁটে চলার
পথের নিরন্তর
তুমি আমার ভালোবাসার
প্রেমিকের দারুন এক উপহার
স্বাধীনতা তুমি আমার স্ত্রীর
ভালোবাসার অহংকার
তুমি আমার পূর্ণিমা রাতের
এক ফালি চাঁদের জোসনার
স্বাধীনতা তুমি শীতের
চাদরে মোড়া সকালের
তুমি মায়ের কোলে শিশুর
নিরাপদ আশ্রয়ের