শেষ ঠিকানা
-মহাদেব দাশ
চার জনেতে কান্ধে করে, নিয়ে যাবে আপন ঘরে
এটাই তো শেষ ঠিকানা।
ধোয়াইবে যতন করে, শোয়াইবে আদর করে
এটাই তো শেষ বিছানা।
ভাই বন্ধু স্ত্রী পুত্র, কাঁদবে আরও একই গোত্র
সংগে তো কেউ যাবে না
আজ মরলে কাল দুদিন, মনে পড়বে আরও সেদিন
যদি করো সাধু ভজনা।
তুমি যদি চলে যাবে, তোমার কীর্তি পড়ে রবে
কাজটাই আসল ঠিকানা
সত্যি মিথ্যের বিচার হবে, ভুল ত্রæটি মাফ না হবে
ধণী গরীব কেউ বাদ যাবে না।
দুদিনের এই সংসারে, বেশী কিছু লাগবে নারে
কেন করো মিছে ছলনা।