শেষ জীবনে
-মহাদেব দাশ
বুড়ো বয়সে নাকি ভীমরতি ধরে
বেঁচে থাকে মানুষ পরের তরে।
অন্যের গলগ্রহে বেঁচে থাকতে হয়
চাওয়া পাওয়ার কিছইু থাকতে নয়।
নিজের ছেলে মেয়ে হয়ে যায় পর
বিরক্তি লাগে সবার, হয় স্বার্থপর।
আনেক আদর যত্ন স্নেহ ভালবাসায়
সন্তান বড় করলাম অনেক আশায়।
সারাদিন পরিশ্রম করি রাতে ফিরতাম
বাচ্ছার হাসি মুখ দেখে হৃদয় জুড়াইতাম।
ভুলে যেতাম সবই, স্ত্রীর দিকে তাকিয়ে
একগাল হাসি দিয়ে থাকতো মুখ লুকিয়ে।
অহেতুক কখনো কখনো করতো অভিমান
মাঝে মধ্যে জোর করে ভাঙ্গাইতাম মান।
এসব কথা পুরোনো, এখন সবই ইতিয়াস
কোন লোকে শুনলে পরে, করে পরিহাস।
নিজের স্ত্রীকে ডাকলে শুনতে নাহি চায়
বেশী বেশী ডাকলে বিরক্ত হয়ে যায়।
বৌমা খাবার দিয়ে টিভি দেখতে যায়
নাতনিকে ডাকলে, আসতে নাহি দেয়।
সবশেষে ঈশ্বরের কাছে করি প্রার্থনা
পৃথিবীতে বেঁেচ থাকতে আর চাই না।