সেই স্মৃতি
--মহাদেব দাশ
তুমি বিনে আমি একা
মোর পৃথিবীটাই ফাকা,
জীবনটা পূর্ণ হলো না।
এ জীবন চলে গেলে
দেখা হবে পরপারে,
সে কথাটি ভুলে যেও না।
তোমার আমার দেখা
বিধাতার লেখা,
তুমি আমি ঈশ্বরের দান।
পুরোনে সেই স্মৃতি
ভুলে যাবো এটাই রীতি,
স্মৃতিতে হবে অম্ল[ন।