সেই ছোট্ট মেয়েটি
--মহাদেব দাশ
সে দিনের সেই ছোট্ট মেয়েটি-
দো’বেলা আমার সাথে করতো খুনসুটি
সেই ছোট্ট মেয়েটি-
খিদে পেলে খেত না, করতো রাগারাগি
মাঝে মধ্যে না খেয়ে, সাজতো বৈরাগী।
সেই ছোট্ট মেয়েটি-
এদিক সেদিক ঘুরে ফিরে, কখন যে কি হয়
মাথায় রাগ উঠলে পরে, তাল সামলানো দায়।
সেই ছোট্ট মেয়েটি-
মাঝে মাঝে উঁকি দেয় মনের জানালায়
লজ্জায় মুখ লুকিয়ে, কখনো দৌড়ে পালায়।
সেই ছোট্ট মেয়েটি-
স্নেহ আর মমতায় ঘেরা সেই ছোট্ট মেয়েটির নাম
মনের অবলীলায় নামটি হৃদয়ে লিখে রাখলাম।
৩১/০৫/২০২১ ইং