স্বপ্নসাধ
-মহাদেব দাশ
ভোরের আকাশে প্রতিদিনই ফোটে কতই নানান ফুল
এ জীবনে নয়, পরজনমেও সবকিছু আশা করা ভুল।
আশায় আশায় বুক বেধে চলি জীবন ভর
মিছে মায়ায় ঘুরে বেড়ায়, আমরা নারী নর।
শিশুকালে খেলার ছলে আশা পুরন হলো না
যৌবনকালে চোখের নেশার, সাধ মিটলো না।
বৃদ্ধকালে ভাবতে ভাবতে আশার কথা গেলাম ভুলে
নিরাশার মাঝে বসে, আটকে গেছি হতাশার বেড়াজালে।
স্বপ্ন থেকে আশা, আর আশা থেকেই সাধ জাগে
হৃদয়ে লালিত স্বপ্ন- হৃদয়ে থেকেই স্বপ্ন ভাংগে।
আশা ছিলো স্বপ্ন ছিলো, চোখের নেশায় সাধ ছিলো
আজ না কাল করতে করতে, সাহাহ্নে সব ভঙ্গ হলো।
আশা আশায় থেকে যায়, জীবন ফুরিয়ে যায়
স্বপ্নগুলো পিছন থেকে উকি দিয়ে দৌড়ে পালায়।
দোলাচলে বসে ভাবি, কখন আসবে নৌকার মাঝি
ডাক দিলে যেতে হবে, তাইতো দোবেলা নিজেই সাজি।
১৭/০৬/২০২৩ ইং