সবুজ বাংলা
-- মহাদেব দাশ

জন্মেছি মাগো এই দেশেতে
আমার মা এই দেশ
মাগো, ভুলি নাকো তোমার কথা
ধন্য মোর স্বদেশ।
বাংলা আমার মায়ের ভাষা
এক জাতি এক দেশ
দেশ মাতৃকার জন্য মোরা
গর্বিত এই দেশ।
রাখাল বাজায় বাঁিশ, পাখি গান গায়
মোদের সোনার বাংলা চাই
মাঠে মাঠে ফলে সোনা, নদী বয়ে যায়
মোরা সাম্যের গান গায়।
মোদের লাল সবুজের এই বাংলাদেশ
আমার অহংকার
সবুজ বাংলার সোনার দেশে, সময় হলো
মাথা উচু করে দাড়াবার।
কোকিলের কুহুতানে শ্রাবনের বরিষণে
উতাল করে মন
মাগো, তোমার কোলে মাথা রেখে
হয় যেন মরন।