রঙের বাজার
--মহাদেব দাশ
চোখের তারায় মিশে আছে রং
মনের মাঝে আছে কত ঢং ।
এটা এখন রং এর বাজার
সময় এখন তোমার আমার।
সারাদিন আমরা রং মেখে চলি
মুখে আসলে মিথ্যে কথা বলি।
শিখেছিলাম, সদা সত্য কথা বলিবে
সত্য বললে সবখানে স্থান না হইবে।
আমাদের এখন, মুখে মধু অন্তরে বিষ
ঢং দেখাতে মাঝে মধ্যে খায় নিরামিষ।
রং এর দুনিয়াতে কত কিছু বদলায়
সইতে না পারলে নিজের গা জ্বলে যায়।
রঙিন নেশায় মত্ত হয়ে, সবই দেখি রঙিন
তাইতো মোরা মাঝেমধ্যে হয়ে যায় পরাধীন ?
১৮/০৬/২০২০ ইং