রংধনুর রং
                            --মহাদেব দাশ
রংধনু বা রামধেনু বা ইন্দ্রধনু যে নামেই ডাকো না কেন
বায়ুমন্ডলে অবস্থিত জলকণায় সূর্য্যকনার প্রতিফলন।
একটি দৃশ্যমান ধনুকাকৃত্তি আলোর রেখা বা প্রতিবিম্ব
যাহা আকাশে সাতটি রংয়ের সমাহার বা সংমিশ্রণ।।
বৃষ্টির কণা বা জলীয় বাষ্প মিশ্রিত বাতাসের মধ্য দিয়ে
আলোর প্রতিসরণের কারণে বর্নালীর সৃষ্টি হয়।
আলো সাতটি রং এ ভাগ হয়ে সংক্ষেপে বেনিয়াসহকলা
রংধনুর রং গুলোকে নির্দিষ্ট সারিতে দেখা যায়।
সাত রং এ সজ্জিত রংধনুতে আছে সকলের প্রিয় রং
নেই কোন গোলাপী রং।
পেইন্টিং এ গোলাপী রং শিল্পীর আকা রংধনু কাল্পনিক
প্রকৃতির সৃষ্টিতে ধরে না ঢং।।
গ্রহ জগতের সাথে পার্থিব জগতের আশ্চর্য্য সেতুবন্ধন
ঘটায় প্রতিনিয়ত রামধনু।
আমাদের পরিবেশ ও মনকে প্রভাবিত, বিকশিত করে
সাতটি রং এর রংধনু।।
০৭.০১.২০২৫ ইং