।। হৃদয়ের জানালা।।
- মহাদেব দাশ
তোমাকে দেখেছি আমি স্বপ্নেতে
আজ ভোর বেলাতে।
তুমি দাড়িয়ে ছিলে অবলীলায়
চোখ দুটো ছলছলায়।
এলোকেশী চুলে ভরা তোমার
মুখটি পূর্ণিমা চাঁদের।
জোছনার আলোয় ঐ দু’টি নয়ণ
মায়াবি তৃষ্ণায় তখন।
অপলক দৃষ্টিতে মুগ্ধ হয় মন
ভেবেছি আমি যেমন।
আনমনে দোলা দিয়ে যায়
কোন এক অবেলায়।
হয়তবা মনের অজান্তে আমি
জানবে সবই তুমি।
মনের সবটুকু ভালোবাসা
ছিল যত আশা।
হৃদয়ের জানালাটা খুলে দেখ
অভিমান দুরে রাখ।
নিঃস্বার্থভাবে দিয়েছি তোমাকে
শুধুই দেখবে আমাকে।