।। হৃদয়ের বন্ধন।।
-মহাদেব দাশ
তোমাকে রেখেছি নিভৃতে যতনে
মনের মনিকোটায় অতি সংগোপনে।
হয়তবা জানো না, তুমি সেই কথা
মনের এ্যালবামে সজ্জিত আছে যেথা।
স্মৃতির পাতাগুলো উল্টাচ্ছি ক্ষনে ক্ষনে
একে একে ভেসে আসছে জীবনে।
জীবনের প্রথম স্মৃতি যায় না ভোলা
হৃদয়ের ক্যামেরাতে আছে তোলা।
বাধাহীনভাবে পথ চলাতে সেদিন তুমি
লজ্জায় তোমার মুখটি লাল হয়েছিল জানি।
অনেক জমানো কথা বলা হয়নি সেদিন
জানি, তুমি বুঝবেও না কোনদিন।
নাকি বুঝেও বুঝতে চাওনিও তুমি
মনের ক্ষনে জমিয়ে রেখেছি আমি।
ভুলি নাই, ভুলবো না সেই দিনের স্মৃতি
হৃদয়ের বন্ধন বিনে হয় না কোন গতি।