হৃদয়ের আল্পনা
--মহাদেব দাশ
মনের রংতুলিতে এঁকেছি তোমারি ছবি
হৃদয়ের এ্যালবামে সজ্জিত আছে স’বি।
নয়ণের জলে তুলি দিয়ে ছবি আঁকলাম
জলছবির ফ্রেমে বন্দি করে রাখলাম।
স্মৃতি দেয় বেদনা, হৃদয়ে আছে যন্ত্রনা
ছবি বুকে নিয়ে কিছুটা পায় শান্তনা।
তোমার ঐ নীল নয়ণে, দেখি ক্ষণে ক্ষণে
মায়াবি ঐ আখিতে, দেখ তুমি আনমনে।
চুপি চুপি চেয়ে থাকো, লজ্জায় মুখটি ঢাকো
কাছে থেকেও তুমি, কেন লুকিয়ে থাকো ?
তুমি কি কেবলই ছবি ? নাকি কবির কল্পনা
মনের অজান্তে তাইতো এঁকে যায় আল্পনা।
২৯/০৭/২০২০ ইং