হৃদয়ে রক্তক্ষরণ
-মহাদেব দাশ
স্তব্দ জাতি, স্তব্দ বিবেক
শত ধিক মোর, শান্ত পথিক
ধানমন্ডি ৩২।
নেই কোলাহল, অশান্ত জাতি
লাল নিশাণ উড়ে ঐ, হায়রে উল্লাস
কথিত ভুড়িভোজ।
অভাগা বুলডোজার, নির্বাক পৃথিবী
শকুনের থাবা, হায়েনার দল, নির্বাক বসন্ত
হতভাগ্য বাঙ্গালী জাতি।
৩২ আছে হৃদয়ে, লালিত স্বপ্ন
হৃদয়ে রক্তক্ষরণ, একরাশ অট্টহাসি
৩২ আছে অন্তরে।
বাঙ্গালী চেতনা, জাগ্রত বিবেক
অশনি সংকেত, বিশাল থাবা ডাইনোসরের
তবুও মলিন পৃথিবীতে।
১৬/০২/২০২৫ ইং