রাজনীতির ভাষা
- মহাদেব দাশ
আজকাল-
রাজনীতির পরিভাষা বুঝা বড়ই মুশকিল
উল্টোপাল্টা কথা বলেই তারা খায় ঢিল।
এখন যে যায় লঙ্কায়, সেই হয় হনুমান
রাজনীতি করে অনেকে হচ্ছে অপমান।
টাকার নেশা- বড় নেশা, না থাকে জ্ঞান
চেয়ারে বসতে যেয়ে অনেকে হয় অজ্ঞান।
ক্ষমতার লোভে পড়ে বাপকে বলে ভাই
পৃথিবীতে এমন ব্যবসা অন্যকিছুতে নাই।
অন্যকে ঘায়েল করতে ছাড়াচ্ছে শালিনতা
এক একজন হয়ে যাচ্ছে বড় অভিনেতা।
নির্বাচন আসলে নেতাদের মাথা হয় গরম
আলতু-ফালতু কথা বলতে লাগে না সরম।
জ্বালাও পোড়াও দমন পীড়ন সবকিছুই হয়
নেতার মুখে লোকদেখানো হাসি লেগে রয়।
অন্যদলকে ঘায়েল করতে করে মাষ্টার প্লান
লাশ নিয়ে মিছিল করে বাড়ায় নিজের মান।
ভদ্রবেশে মুখোশ পরে চালায় অপ-রাজনীতি
নোংরা ভাষায় কথা বলে- এটা কোন নীতি ?
২৪/১০/২০২৪ ইং