রাগ ও অভিমান
--মহাদেব দাশ
রাগ হচ্ছে আবেগজনিত প্রক্রিয়া,
হতে পারে সবার উপরে।
অভিমান কারও প্রত্যাশা থেকে হয়,
হয় আপনজনের উপরে।
রাগ হয়তবা একসময়ে কমে যায়
অভিমান সারাজীবন থেকে যায়।
আপনি রাগ করলেন,
তো হেরে গেলেন।
আপনি অভিমান করলেন
আপনার জেদ বজায় রাখলেন।
অভিমান হলো-
হৃদয়ের অতি গোপন প্রকোষ্ঠের ব্যাপার
যে কেউ হাত ছোঁয়াতে পারে না।
রাগ কমে যায় ভাগ করে নিলে
অভিমান চলে যায় ভালোবাসা দিলে।
রাগ, অভিমান বোকা ও দূর্বলেরা করে
বুদ্ধিমানেরা বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে।
১৪/০৬/২০২০ ইং