রাধা কীর্তন
--মহাদেব দাশ
মন যে উতাল করে কালার বাশীর ঐ সুরে
ঘরেতে মন তো নাহি রে।
পোড়ার ঐ বাশীর টানে মন তো নাহি মানে
থাকিতে নাহি পারি রে।।
কেমনে বাহির হবো কালাকে নাহি পাবো
এ জীবন দেব যমুনায়।
ঘরেতে আছে জটিলা কুটিলা শ্বাশুড়ী অতি চঞ্চলা
প্রভু তুমি উপায় করো আমায়।।
হেথা শুনি যোগমায়া রাধার বাড়ীতে উপনীত হইয়া
করিলেন সবিস্তার বর্ণন।
যোগমায়ার কথা শুনি শ্যামা মায়ের চরণ দু’খানি
মুখে লইতে হবে স্মরণ।।
এই কথায় রাজি হয়ে দধি ঘৃতের ভান্ড লয়ে
রাধারানী করিলেন গমন।
রাধাকৃষ্ণের মিলন হলো সকলে মিলে জয়ধ্বনি দিলো
অন্তিমে পায় যেন যুগোল চরণ।।
২৫/১২/২০২১ ইং