।। পুড়ে ছারখার।।
--মহাদেব দাশ
এই জীবন এতো সুন্দর তা বুঝিনি আগে।
করোনার এতো জ¦ালা তা দেখিনি আগে।।
বুঝছে দেশ বুঝছে ভারত বুঝছে বিশ্ববাসী।
জানিনা, কিসের জন্য কেন এতো আগ্রাসী।।
লাশের পর লাশ, চারদিকে বাতাস হচ্ছে ভারি।
আপনজনের মৃত্যু যন্ত্রনা, আর দেখিতে নারি।।
পিতার কাধে পুত্রের লাশ সবকিছুর চেয়ে ভারি।
অবলিলায় আজ লাশ ভাসায়ে দিচ্ছে সারি সারি।।
আজ খাদ্য নেই অর্থ নেই, চারিদিকে হাহাকার।
টাকার অভাবে হচ্ছে না আজ লাশের সৎকার।।
কোথায় গেল মানবতা কোথায় গেল অহংকার।
করোনার থাবায় সবকিছু আজ পুড়ে ছারখার।।
২০/০৫/২০২১ ইং