।। পূজো আসছে।।
--মহদেব দাশ
পূজো পূজো আসছে
আমরা খুশি তাই,
এটা কিনবো ওটা কিনবো
তোমার কোনটা ভাই।
ছোট্ট মনিদের বায়না
সোনার জিনিস চাই না।
লাল রংয়ের জামা চাই
পূজো মন্ডপ ঘুরবো তাই।
লুচি সন্দেশ পানতোয়া
নারকেল নাড়– মুড়কি মোয়া।
তোরা কে কে খাবি চল্
মোদের গায়ে নেইতো বল।
ঘুরবো ফিরবো খাবো দাবো
ঠাকুরের পায়ে অঞ্জলী দিবো।