।। প্রভু মঙ্গলময়।।
--মহাদেব দাশ
ক্ষণিকের জন্য এসেছি মোরা হোক না ব্যধি, হোকনা জ্বরা
মোরা সাম্যের গান গেয়ে চলি।
যতই দাও না দুঃখ কষ্ট আজকে জীবন হয়ে অতীষ্ট
প্রভুর কথা মুখে সদা বলি।।
হাঁচি সর্দি কাশি করোনা তোমার বিনে কিছুই হয় না
প্রভু , ইচ্ছাময়ী সদাশয় তুমি।
ইচ্ছা করলে সবই পারো মুর্হুতেই ধংস করতে পারো
নিমিষেই গড়তে পারো তুমি।।
প্রাণ যাচ্ছে হেচকা টানে এ জীবনের নেই কোন মানে
মানবকুল আজ অসহায়।
জানি, প্রভু তুমি মঙ্গলময় বের করো এর উপায়
হও তুমি মোদের সহায়।।
আজ মোদের জীবন বিপন্ন তিনবেলা জোট না অন্ন
করোনা আজ গিলে খাচ্ছে সব।
ওগো, তুমি আমার প্রভু যত শাস্তি দিবে, দাও কভু
জপে চলেছি তোমার নামের রব।।
করোনা আজ শক্তিশালি অহরহ মানুষ হচ্ছে বলি
সহ্য করার ক্ষমতা নেই আর।
সপেছি প্রাণ তোমার হাতে মুক্ত করো শক্ত হাতে
তুমি বিনে শক্তিশালী কেউ নেই আর।।
০৮/০৫/২০২১ ইং