প্রতিক্ষায় আমি
--মহাদেব দাশ
এ জীবন চলার পথে
তোমার আমার সাথে
যদি হয় দেখা
ভুলে যেও সেই কথা
ফেলে দিও যথাতথা
কথার সীমারেখা।
তোমার আমার বন্ধন
কভু না যায় খন্ডন
বিধাতার লেখা
সে দিনের সেই স্মৃতি
তুমি বিনে নেই গতি
হৃদয়ে আছে লেখা।
আমার অন্তরে তুমি
স্থান করে নিয়েছ জানি
তবুও খুজে নাহি পায়
অষ্টপ্রহর প্রতিক্ষায় আমি
সেদিন সবই জানবে তুমি
যদি দেখা পায়।
২৯/১১/২০১৯