।। প্রেমিক মন।।
-মহাদেব দাশ
প্রেমে পড়লে-মানুষ যায় বদলে
বুদ্ধি কমে অনেক
আপন পর হয়,পর হয় আপন
জাগ্রত কর বিবেক।
ক্ষুধা লাগলে খেতে ইচ্ছে করে না
ভাল কথা সহ্য হয় না
রাতে ঘুম আসে না, কাটে নিদ্রাহীন
মুখ ফুটেও বলা যায় না।
শয়নে স্বপনে শুধু ঐ মুখখানি
হৃদয়ে গেথেছি আমি
শুধু তোমারই নাম সারাক্ষণ
জপে চলেছি আমি।
তোমাকে নিয়ে নিয়ে আমি
কবিতাও লিখেছি
তোমাকে নিয়ে আমার কৌতুহল
বাড়ায়ে চলেছি।
বাবা মায়ের কাছে লুকোচুরি
খেলছি প্রতিনিয়ত
মোবাইল ফোনে তোমার ছবিখানা
দেখছি অবিরত।