প্রেমের সেকাল একাল
--মহাদেব দাশ
শিল্পী লতার জীবনে প্রেম এসেছিলো নিরবে একবার
এ যুগের ছেলে মেয়ের জীবনে প্রেম আসে বার বার।
তখন একে অপরের সাথে আলাপ হতো হৃদয় দিয়ে
এখনকার দিনে ছেলে মেয়েরা কথা বলে শরীর নিয়ে।
প্রেম জীবনের প্রথম ও শেষ একটাই ছিল তখন
কে প্রথম কে সেরা,কেই বা বেষ্ট, খুজে বেড়ায় এখন।
আগের দিনে চিঠি লিখে বার্তা দিয়ে জানাতো মিনতি
এখন কথা বলতে ভিডিও চ্যাটিং এ জানাই আকুতি।
তখন চিঠির অপেক্ষায় চেয়ে থাকত পিয়নের পথ চেয়ে
এখন ইচ্ছে হলেই কথা বলে, চ্যাট করে মোবাইল নিয়ে।
অনেক বকুনি খেত, মার খেত, চিঠি অন্য হাতে পড়লে
রাত জেগে মোবাইলে এখন কথা হয়, কেউ না বুঝলে।
ভালবেসে মন দেয়া নেয়া এটাই নিয়ম, এটাই ছিল রীতি
এখন, একটা ছেড়ে আর একটা প্রেম, এটা কোন পিরিতি।
কবি বলেছেন, পিরিতি কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না
এসব কথা পুরোনো, এখন ছেলেমেয়েদের শুনতে নাকি মানা।
তাইতো বলি প্রেম ভালবাসা তুচ্ছ নয়, এটা নয়কো ছেলেখেলা
তোমরা যতই কথা বলো, চ্যাটিং করো, করো না অবহেলা।