প্রেমের ফাঁদে
-মহাদেব দাশ
প্রেমের ফাঁদে পড়লে একবার
জীবনটা হয়ে যাবে ছারখার।
সংগীকে ছলাকলায় মনটা ভরিয়ে
মিথ্যে মায়ার জালে অপরকে জড়িয়ে।
অদম্য নেশার টানে ছুটে চলে
ভালো মন্দের বিচার নাহি তলে।
আশার বাণী শোনায় সবে
হিতাহিত জ্ঞান নাহি তবে।
অজানা সুখের আহŸানে
জ্ঞান বিজ্ঞানের নিরঞ্জণে।
মিছে মায়ায় প্রেমে পড়ে
কাঁদতে হবে জীবন জুড়ে।
প্রেমিক মন, তবুও কেন নির্বিকার
প্রেমের ফাঁদে না পড়ে, হও সোচ্চার।
০১/০৪/২০২৩ ইং