প্রেমের জীবন
--মহাদেব দাশ

কবি লিখেছেন-
প্রেমের মরা জলে ডুবে না
সত্যিকারের প্রেম করে কয় জনা।
লাইলী মজেছিলো মজনুর প্রেমে
শিরি ফরহাদ খ্যাতি পেল প্রেমে জমে।
জন্ম থেকে জন্মাান্তর অবধি বাঁধন
এ যে বিনি সুতারই গাথন।
প্রেম আসে জীবনে একবার
বিরহে পড়তে হয় বার বার।
সত্যিকার, প্রেমের স্বাদ খুবই মিঠে
ছলনা থাকলে, মার পড়বে পিঠে।
শর্ত দিয়ে কখনো হয় নাকো প্রেম
মনের টানে অন্তরের টানে হয়ে যায় প্রেম।