প্রেমের জালে মজেছে যে জন
                     --মহাদেব দাশ    
  
এখন সময় যৌবন যার,        প্রেম করার সময় তার  
                 প্রেম শ্বাশত, চিরকালের।
প্রেমের নেই কোন বয়স     বুকে থাকতে হয় সাহস
               প্রেমের সাথী অনন্তকালের।।
বয়স দিয়ে হয় না প্রেম    জাতি ধর্ম মানে না প্রেম
              মনের অজান্তেই হয় প্রেম।
বুড়ো বয়সেও হয় প্রেম    হৃদয়ের অনুভুতিই প্রেম
              একটার পর একটা হয় প্রেম।।
প্রেমে মন পাগল করে     বুড়ো বয়সেও ভিমরতি ধরে
                কোন বাধা নাহি মানে।
লোকলজ্জার নাহি কোন ভয়    প্রেম দিয়ে করবে এবার জয়
            প্রেমিক প্রেমিকাই শুধু জানে।।
বয়স হোক বা পঞ্চাশ কিংবা ষাট     কৃষক মজুর হোক বা লাট
                  মানতে চায় না রে মন।
প্রেমের জালে মজেছে যে জন        প্রেমের মর্ম বুঝে সে জন
                 প্রেমহীন বৃথা এ জীবন।।
                       ২২/০১/২০২২