প্রেমের আলোয়
-মহাদেব দাশ
আলো আধারের এই লুকোচুরি খেলায়
আহ্লাদে দুটি মন প্রেমের উছিলায়
প্রেমের আলোয় তাজমহল গড়ে।

দুর আকাশের ঐ নীল জোছনায়
চির শ্বাশত প্রেমের নিরব ভংগিমায়
দুটি পাখি ডানা মেলে আকাশে উড়ে।।

যদি কখনো নেমে জীবনে অন্ধকার ছায়া
তোমার আলোর পরশে, মুগ্ধ ছোঁয়ায়
করবো রাজ্যজয়, ভরবে এ জীবন।

ছন্নছাড়া জীবনে রয়েছে বিশাল শুন্যতা
জানিনা, কতুটুকু বাকী আছে প্রাপ্যতা
আলোর পরশে উজাড় করেছি মনন।।

তোমার আলোয় সপেছি এ মন প্রাণ
উষ্ণতা দিয়ে, হৃদয় দিয়ে জুড়ালে জান
তাইতো দেখে চলেছি এ স্বপন।

জাগায় শক্তি, বাড়ায় মধুরতা, লুকোচুরি খেলা
ক্ষণস্থায়ী আনন্দ, একটা বেদনাবিধুর জীবন
প্রেমই দিব্য সৌন্দর্য্যের দর্পণ।।
০৮/০১/২০২৫ ইং