প্রেম ও ভালোবাসা
--মহাদেব দাশ
বিবর্তনমূলক মনস্তত্ত্ববিদরা বলেন-
প্রেম হচ্ছে-
মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য
সৃষ্ট এক বিবর্তনবাদী ফাঁদ বা ষড়যন্ত্র।
ভালোবাসা হচ্ছে-
এই ষড়যন্ত্রকে টিকিয়ে রাখার জন্য
আরো বড় ধরনের ষড়যন্ত্র।
প্রেম এক গভীরতর সাংস্কৃতিক বিভ্রম
ভালোবাসা হলো এক আদর্শিক বিভ্রম।
প্রেম নারী ও পুরুষের মধ্যে হয়
ভালোবাসা সকলের সাথে হয়।
প্রেম শারিরিক উপস্থিতি খোজে নিত্যদিন
যতই দুরে যাও ভালোবাসা থাকে দুরত্বহীন।
প্রেম এ ন্যাকামি থাকে
ভালোবাসায় মুক্তচিন্তা ভাবনা থাকে।
ভালোবাসা ছাড়া প্রেম সচল নয়
ভালোবাসলেই প্রেম করতে হবে এমন নয়।
২২/০৬/২০২০ ইং