প্রেম ও বিরহ
--মহাদেব দাশ
আধার যদি না থাকে, তবে আলোর কি’বা মূল্য
বিরহ থাকলে পরে, প্রেমের স্বাদই অমূল্য।
বড় প্রেমের শেষ পরিনতি হচ্ছে বিরহ
প্রেমকে দৃঢ় ও গভীরতা বাড়ায় বিরহ।
প্রেম একবার এলে, আর যায় না
বিরহ ব্যথা প্রেমিক কখনো ভুলে না।
বিরহ ব্যথা নিয়ে প্রেম নিজে নিজে কাঁদে
ছলনা থাকলে পরে পড়ে যাবে ফাদে।
প্রেমের মড়া জলে ডোবে না
বিরহ নিয়ে প্রেম জমানো যায় না।
প্রেম কাছে টানে, অন্যের প্রতি বিশ^াসটা বাড়ে
বিরহ দুরত্ব বাড়ায়, তবুও পিছু নাহি ছাড়ে।
১০.০১.২০২০ ইং