।। প্রেম ও বিরহ।।
-মহাদেব দাশ
ভালোবাসা ছাড়া কারো মন পাওয়া যায় না
বিরহ যদি না থাকে তবে প্রেমও জমে না।
প্রেম মানে যন্ত্রনা, বিরহ মানে বেদনা
যতই প্রেমে পড়, সেই কথাটি ভুলনা।
বিরহ আছে বলে, প্রেমের এত স্বাদ
মনে মনে একমন না হলে সেটাই বাদ।
অনুরাগ যদি নাহি থাকতো, রাগের নেই মূল্য
সব কিছুর উপরে মানুষ, জীবনটাই অমূল্য।
অন্ধকার আছে তাই আলোর এত অহংকার
সকলের মাঝে নিজেকে কখনো করে না স্বীকার।
বিরহ বেদনা শুধু কেবলই দেয় যাতনা
অন্তরের আলো দেখলে থাকবে না যন্ত্রনা।