পড়ন্ত বেলায়
--মহাদেব দাশ
ক্লান্ত পথিক, অফুরন্ত সময়, নিদ্রাহিন রাত
এখন অবসর-
ঘড়ির কাটাটা কোনভাবে ঘুরছে না আর।
চলতে চলতে আমি ক্লান্ত, ঘড়ির কাঁটার মত
অফুরন্ত বিশ্রাম-
মাঝে মধ্যে স্মৃতির পাতা উল্টাচ্ছি বারবার
নিভৃতে ক্লান্ত পথিক পাগলের মত খুজতে থাকে-
স্মৃতির এ্যালবাম-
সংগী ছাড়া চলে ছন্নছাড়া জীবন।
বুড়ো বয়সেও নাকি আবেগ থাকে-
অনুভুতি যত-
থাকে ভালবাসা নামক প্রগাঢ় বন্ধন।
ছেলেমেয়েদের মতে, একজন জড় পদার্থ
কান্ডজ্ঞানহীন লোক-
বিবেক বুদ্ধিহীন, অসচেতন মানুষ একজন।
স্ত্রী পুত্র তথা সমাজের কাছে- অর্থহীন
ব্যাকডেটেড লোক-
একে একে পর হয়ে যাচ্ছে সব আপনজন।
একদিন তুমিও আসবে, এমন পড়ন্ত বেলায়
ভাবনাহীন জীবন-
উপলব্দিবোধ জন্মাবে ক্ষণে ক্ষণে, কাঁদবে সেদিন।
যখন বয়সের ভারে ন্যুজ প্রায়
সংগীহারা জীবন
অসহায়, ক্লান্ত পথিক সংগী খোজে সারাটা দিন।
০৪/০১/২০২১ ইং