পোড়ার ঐ বাশী
-মহাদেব দাশ
বসে ভাবে নিরালায়
কেমনে যাবে যমুনায়
জল আনতে রাধে
সাথে আছে জটিলা কুটিলা
কেমনে যাবে একলা
উপায় না পায় রাধে।
কালার ঐ বাশী বাজে
দিবানিশি পোড়ায় সে যে
ঘরেতে মন নাহি রে।
জটিলা কুটিলা ননদিনি
শ্বাশুড়ী তো রায়বাঘিনি
যমুনাতে কেমনে যাবো রে।
আমি তো আয়ান ঘরনি
লোকে মন্দ বলে জানি
সখি তোরা এবার বল্।
রাধে জল আনতে যাবে
সাথে ননদিনি নাহি রবে
সখি তাড়াতাড়ি চল।
কালী মায়ের নাম করিলে
শ্বাশুড়ী ননদিনির মন যাবে গলে
উপায় তো একটাই।
সখি তোরা তাড়াতাড়ি চল
নইলে দেখবো কিভাবে বল্
পাগল করে ঐ বাশীর সুরটাই।
১২/০৫/২০২৩ ইং