অভিমানি মন
-মহাদেব দাশ
অভিমানি মন, জন্মে ক্ষোভ, করে জ্বালাতন
সে যে যখন তখন।
আমরা মানুষ, আর মানুষ মানে অভিমানি
জীবনটাই এমন।
যত ভালো মনের মানুষ, সে তত বেশি
অভিমানি হয়ে থাকে।
অধিকার থাকলে, তার প্রতি অভিমান জন্মায়
ভালোবাসি যাকে।
তবে, অভিমান হলে ভালোবাসা বাড়ে, মান
ভাঙ্গানো জানা দরকার।
অভিমান ভাঙ্গানো না জানলে, ভালোবাসার
মানুষটি পুড়ে ছারখার।
রাগ সবার উপরে হতে পারে, অভিমান হয়
নিজের লোকের উপর।
রাগ সময়ের সাথে সাথে কমে, কিন্তু অভিমান
ক্রমশ: হয় জটিলতর।
অভিমান হলো, দুটো মন ও মানুষের মধ্যে
সবচেয়ে বড় দুরত্ব।
অভিমান নামক রোগটি, নিরামযযোগ্য, ভালোবাসার
ঔষধই একমাত্র গুরুত্ব।
০৭/০৭/২০২৩ ইং