অপেক্ষার প্রহর
-মহাদেব দাশ
অপেক্ষার প্রহর কখনও হয় না তো শেষ
বিরক্তিকর শুধু নয়, কষ্টকর হয়ত বিশেষ।
কতই না ট্রেন, বাস আর গাড়ী এলো-গেলো
দুঃশ্চিন্তা মনে, চিন্তাভাবনা গুলো অ-গোছালো
বসে আছি উদাস মনে তোমারই অপেক্ষায়
কখন আসবে তুমি, বসে আছি সেই প্রতিক্ষায়।
তুমি বলেছিলে আসবে, সেই আটটার ট্রেনে
বসে আছি আমি একা, পিছে লাগাম টেনে।
অপেক্ষার মধ্যে গভীর ভালোবাসা লুকিয়ে আছে
মনে আনন্দ জাগায়, মনে হয় তুমি আমার কাছে।
একজন অপেক্ষা করায়, অন্যজন অপেক্ষা করে
ধৈয্যশীলরা, শেষ পর্যন্ত ভালো কিছু পেতে পারে।
অপেক্ষা হলো একটি শুদ্ধ ভালোবাসার প্রতিক
অপেক্ষা করে ভালোবাসা প্রমান করাটাই সঠিক।
চাঁদ অপেক্ষা করে যেমন-একটি রাতের জন্য
তেমনি আমিও অপেক্ষা করি ঠিক তোমারি জন্য।
সত্যিকারের ভালোবাসা পেতে যেমন সময় লাগে
কষ্টের চেয়ে অপেক্ষায় বেশি ভালোবাসা লাগে।
অপেক্ষার প্রহর যদি হয় শেষ, নাহি দেখা হয়
তোমার জীবনে আমিই ছিলাম, জানিবে নিঃশ্চয়।