অনুভুতি
-মহাদেব দাশ
অনুভুতি দেহ বা মনের মধ্যে সংবেদন সৃষ্টি করে
আবেগের সাথে ঘনিষ্টভাবে সম্পর্ক তৈরী করে।
শারিরিক ও মানসিক অনুভুতি দু’ ধরনের হয়
মনের ব্যথা আনন্দ বেদনা মানসিক ভাবে রয়।
তীব্রতা ভেদে অনুভুত হয় শারিরিক অনুভুতি
হাসি কান্নায় চোখেমুখে ফুটে উঠে মনের আকুতি।
অনুভুতি শারিরিক-মানসিক দু’টো হতে পারে
একমুখি হয়ে উদ্দীপনাগুলি আবেগ সৃষ্টি করে।
২৬ টি অনুভুতি, জীবনে বিশেষ মুর্হুতে আসে
আপদে-বিপদে অনুভুতির চিহ্ন চোখেমুখে ভাসে।
০৩/০১/২০২৪ ইং