অন্তর জ্বালা
-মহাদেব দাশ
আজ আমি বড়ই একলা
মন যে বড়ই উতালা
বাড়ছে শুধুই অন্তর জ্বালা।
এ বুকে জমানো ব্যথা
বলা নাহি যায়, সেথা
হৃদয়টা পুড়ে হলো কালা।
কিছু কিছু কথা আছে
কখনো সহ্য নাহি হয়
কাউকেও বলা নাহি যায়।
কিছু কিছু প্রেম আছে
মুখে বলা নাহি যায়
পিছে অন্তরটা পুড়ে ছাই।
কিছু কিছু ভুল আছে
শোধরানো নাহি যায়
আবার অন্তর জ্বলে যায়।
কিছু কিছু স্বপ্ন আছে
বাস্তবে দেখা নাহি যায়
মনটা কুরে কুরে খায়।
কিছু কিছু ব্যথা আছে
অন্তরেতে জমে রয়
মলম লাগানো নাহি যায়।
২৪/১১/২০২৩ ইং