অজান্তে ভালোবাসা
- মহাদেব দাশ
সেই ফাল্গুনের চাঁদনী রাতে
আকাশের নীল জোছনাতে
প্রথম হয়েছিলো দেখা।
হৃদয়ের কল্পনাতে তুমি
ঠিক যা ভেবেছিলাম আমি
হৃদয় মন্দিরে হলো লেখা ।
মনের মণিকোঠায় সযতনে
রেখেছি অতি সংগোপনে
শুধুই তোমরি নাম।
দূর পাহাড়ের কোন অজানায়
জানি,আছো তুমি অবহেলায়
তবুও তোমারি ছিলাম।
হয়তবা আমি নিঃস্ব, রিক্ত
তোমার ভালোবাসায় আমি সিক্ত
অজান্তে ভালবেসে গেলাম।