ঔষধি গাছ
--মহাদেব দাশ
বদহজম আমাশয় জন্ডিস ও পাইলস সারায় হরিতকি
ডায়েবেটিস রক্তস্বল্পতা পেটফাঁপা দৃষ্টিশক্তি বৃদ্ধি করে আমলকি।
রক্তপাত বন্ধ দাঁতের মাড়ির ক্ষত সারাতে ও বাতের জন্য উপকারি জাম
অকালে চুল পড়লে আঁঠির শাস ও বমি হলে উপকারি কচি পাতা আম।
রক্ত আমাশয়ে আঠা অরুচি হলে ছাল ও ফল, দুর্বল দেহের জন্য খান আমড়া
শ্বেতীরোগ হলে এবং অকালে টাক পড়লে চুল গজাতে নেন বহেড়া।
বিষফোঁড়া চুলকানি খোসপাচড়া নিয়ন্ত্রনে কাজ করে নিম
হৃদরোগ অনিদ্রা ডায়রিয়া আমাশয় ও কুমিনাশক হলো ডালিম।
কফনাশক রুচিবর্ধক উচ্চ রক্তচাপ মুখের ক্ষত সারাতে ও অর্শরোগ নিরাময়ে তেঁতুল
অজীর্ণ রোগ কৃমি রোগ কোষ্ঠকাঠিনো ও দাঁতের মাড়ি ফুললে নারকেল।
জ্বর শ্বাসকষ্ট পেটে গ্যাস ক্ষুধামন্দা ও চুলকানি হলে চিরতা
পায়খানা রক্তশ্রাব সর্দি-কাশি ও প্রসাবে অসুবিধে হলে বাবলার পাতা।
জ্বর জন্ডিস পাইল্স ও হাড়ভাঙ্গাতে বেশ উপকারী কামরাঙ্গা
বাসক গাছের পাতা ছাল ও মূল কাশি শ্বাসকষ্ট রক্তচাপ কমায়ে মনকে করে চাঙ্গা।
হৃদরোগে হাড়ে চিড় ধরলে ও মেছতায় অর্জুনের ছাল কার্যকরি
পোকামাকড় কামড়ালে রক্ত বন্ধ ও ব্যথাবেদনায় ডালিম খুব উপকারি।
প্রসাবে জ্বালাপোড়া আমবাত বাচ্চাদের সর্দি হলে দাও তুলসি পাতা
সর্দি জ্বর উচ্চ রক্তচাপ কমাতে ও টিউমারের ফোলা ব্যথা বেদনায় উপকারি সজনে পাতা।
১০/০৮/২০২০ ইং